‘জনগণকে গ্রাম আদালতের সেবা দিতে প্রশিক্ষণের বিকল্প নেই’
প্রকাশ : ১৮ মার্চ ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
দিনাজপুর প্রতিনিধি
সকালে পল্লীশ্রী প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে জেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প স্থানীয় সরকার বিভাগ পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সার্বিক সহযোগীতায়। স্থনীয় সরকারের উপ-পরিচালক মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে দিনাজপুরে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষনের উদ্বোধন করেন ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন গ্রাম আদালত সক্রিয় করতে বর্তমান সরকার নানা উদ্যোগ নিয়েছে। তিনি প্রশিক্ষণে অংশগ্রহণকারী ইউনিয়ন পরিষদ হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের উদ্দেশে বলেন গ্রামের সহজ সরল মানুষ যেন হয়রানির স্বীকার না হয় সে দিকে সকাইকে খেয়াল রাখতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রট ফারহানা ফেরদৌস শিউলি। এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর দিনাজপুর প্রতিনিধি মো. রাজিউর রহমান রাজু, দি এশিয়ান এজ ও আলোকিত বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি মো. সিদ্দিক হোসেন, ও বিটিভির দিনাজপুর প্রতিনিধি মোফাচ্ছিরুল রাশেদ মিলন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইকো-সোসাল ডেভপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) গ্রাম আদালত প্রকল্প জেলা ব্যবস্থাপক মো. আবু বক্কর সিদ্দিক (আবু)। আলোচনা শেষে মাাল্টিমিডিয়া প্রজেক্টর মাধ্যমে প্রশিক্ষনার্থীদের কি ভাবে কাজ করতে হবে তা ডিসপ্লের মাধ্যমে প্রদর্শন করানো হয়।