ঢাকা মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

এতিমখানায় বিতরণ

যোগদানের দিনই চাল উদ্ধারে প্রশংসিত ইউএনও

যোগদানের দিনই চাল উদ্ধারে প্রশংসিত ইউএনও

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মো. নূরুল ইসলাম আজকেই যোগদান করেছেন। তিনি এ যোগদানের পর পরিত্যক্ত অবস্থায় ২১ বস্তা চাল উদ্ধার করেছেন। এ নিয়ে সদ্য যোগদানকারী ওই উপজেলা নির্বাহী অফিসার এলাকায় প্রশংসিত হয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল সোমবার বিকালে ওই উপজেলার পৌষার এলাকার আঞ্চলিক সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় থাকা সরকারি এমএস এর ২১ বস্তা চাল পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এ সংবাদে ওই উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে গিয়ে উল্লেখিত চাল উদ্ধার করে নিজ কার্যালয়ে নিয়ে আসেন। এ চালের মালিক বা কাউক খুঁজে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, অসৎ ব্যবসায়ীরা চালগুলো কালোবাজারে বিক্রির চেষ্টা করছিল। অবশেষে উদ্ধার করা চাল উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত