ধসে পড়েছে আশুগঞ্জে নির্মাণাধীন আধুনিক রাইস স্টিল সাইলেরার দুটি টাওয়ার (সিএইচ টাওয়ার)। গত রোববার সন্ধ্যায় ঝড়ের সময় টাওয়ার দুটি ধসে পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খোঁজ নিয়ে জানা গেছে, আধুনিক এ স্টিল সাইলো বিনে রক্ষিত চাল বিন থেকে মেঘনা নদীতে স্থাপিত জেটিতে নৌযানে পরিবহনের জন্য একটি স্বয়ংক্রিয় কনবেয়র ব্রিজ থাকবে। এ কনবেয়র ব্রিজটি ৬টি টাওয়ারের উপর স্থাপন করা হবে। গত রোববার সন্ধ্যায় ঝড়ে নির্মাণাধীন এ কনবেয়র ব্রিজের একটি টাওয়ার পাশের অন্যটির উপর হেলে পড়ে। এতে একটি টাওয়ার ধসে সম্পূর্ণ ভাবে মাটিতে ধসে পড়ে। টাওয়ায় হেলে পড়ায় পুরাতন সাইলোর দেয়াল ঘেষে তৈরি করা প্রকল্পের টিনের গুদামঘর ক্ষতিগ্রস্ত হলেও কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। এব্যাপারে প্রকল্পের অবকাঠামো নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনট্রাকশন’ এর প্রকল্প ব্যবস্থাপক খোরশেদ আলম বলেন, টাওয়ারগুলি নির্মাণাধীণ এবং অনেক কাজ বাকি। তাই ঝড়ে পড়ে গেছে। পড়ে যাওয়া টাওয়ারের বিভিন্ন মালামাল সরানো হচ্ছে এবং এটি নতুন করে আবার তৈরি করা হবে। এ ব্যাপারে প্রকল্পের পরিচালক প্রকৌশলী মো. আসাদুজ্জামান বলেন, প্রকল্পের নির্মাণ কাজ চলমান। তবে টাওয়ার ধসে পড়ার বিষয়টির খোঁজ-খবর নেয়া হচ্ছে।