ঢাকা বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

দুই শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ

দুই শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ

যশোরের কেশবপুরে দুই শিশুর যৌন নির্যাতনের অভিযোগে আবদুল হামিদ বিশ্বাস (৬৫) নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। গত রোববার সকালে এক শিশুর মা ওই ব্যক্তির বিরুদ্ধে কেশবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

থানা পুলিশ জানায়, উপজেলার সুফলাকাটি ইউনিয়নের আডুয়া গ্রামের আবদুল হামিদ বিশ্বাস (৬৫) গত শুক্রবার প্রতিবেশী দুই মেয়ে ৭ বছরের শিশুকে বসত বাড়িতে ডেকে নিয়ে যৌন নিপিড়ন করে। ওই দুই শিশু বাড়িতে গিয়ে তাদের মায়ের নিকট আবদুল হামিদের যৌন নিপীড়নের কথা জানায়। এ ঘটনা জানাজানির পর শনিবার রাতে এলাকাবাসী ওই ব্যক্তিকে ধরে পুলিশে খবর দেয়। ঘটনা উল্লেখ করে এক শিশুর মা বাদি হয়ে গত রোববার সকালে কেশবপুর থানায় মেয়ের যৌন নিপিড়নের অভিযোগ এনে মামলা করেন। পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

কেশবপুর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ঘটনা উল্লেখ করে এক শিশুর মা ওই ব্যক্তির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। গত রোববার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত