ঢাকা বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

গাছের চারা রোপণ করলেন জেলা প্রশাসক

গাছের চারা রোপণ করলেন জেলা প্রশাসক

গতকাল মঙ্গলবার দুপুরে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পরিদর্শন শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে একটি বকুলফুলের চারাগাছ রোপণ করেন দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম। বৃক্ষরোপণ শেষে সব কর্মকর্তাদের উদ্দেশে বলেন সব কর্মকর্তাকে সঠিকভাবে কাজ করতে হবে জনকল্যাণের জন্য তবেই জনগণের মান উন্নয়ন সম্ভব যেমন তেমনি বাংলাদেশের সব প্রকার উন্নয়ন সম্ভব। এ সময় উপস্থিত ছিলেন- নবাগত উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহম্মেদ, জেলা প্রশাসকের সফর সঙ্গী সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুজন পারভেজ, উপজেলা প্রকৌশলী জীবরিল আহমেদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফজল ইবনে কাওছার আলী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শরিফুল ইসলাম, বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত