ঢাকা শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

রমজানেবাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচ প্রতিষ্ঠানের ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনিয়া বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম। জানা গেছে, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এ অভিযান চালান, এ সময় অনিবন্ধিত ওষুধ রাখার অপরাধ মজুমদার মেডিক্যাল হলকে ১০ হাজার, জসিম মেডিকেল হলকে ৫ হাজার ও সায়মা ফার্মেসিকে ২ হাজার টাকা ওষুধ ও কসমেটিকস আইনের সংশ্লিষ্ট ধারায় এ জরিমানা করা হয়েছে এবং মূল্য তালিকা হালনাগাদ না থাকা দুই মুদি দোকানিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত