রেস্তোরাঁকে জরিমানা

প্রকাশ : ১৯ মার্চ ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ ও প্রস্তুতের দায়ে মুঘল রেস্তোরাঁ ও বিরিয়ানি ঘরকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত বিশেষ অভিযানে এ জরিমানা করা হয়। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসকের নির্দেশনায় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে সদর উপজেলার বড়পুল, প্রধান সড়ক ও রেল গেইট এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালিত হয়।