ইফতারসামগ্রী বিতরণ

প্রকাশ : ১৯ মার্চ ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে চট্টগ্রামের বাঁশখালীতে ইফতার সামগ্রী বিতরণ করেছে বৈলছড়ী ইউনিয়ন বিএনপি। গতকাল মঙ্গলবার চেচুরিয়া হাবিবের দোকান বৈলছড়ী ইউনিয়নের শতাধিক মানুষের হাতে ইফতার সামগ্রী তুলে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, বাঁশখালী উপজেলা বিএনপির আহ্বায়ক মাস্টার লোকমান আহমেদ, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আমিনুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল কাদের চৌধুরী, সাবেক চেয়ারম্যান মো. মহসিন, বৈলছড়ী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবুল কালাম, দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফরহাদুল ইসলাম প্রমুখ।