বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) সহযোগিতায় এবং প্রোগ্রাম ফর ইকো সোস্যাল ডেভেলপমেন্টের (পেসড) বাস্তবায়নে বগুড়া সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের মেগাগাছা গ্রামে অসহায় নারীদের জন্য গাভী পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার মেগাগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে সাতজন অসহায় নারী কৃষানি অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাজিয়া শামস এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর ইউনিয়নের ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ডের মহিলা মেম্বার নাছিমা বেগম। প্রশিক্ষণ কর্মসূচিতে পেসড-এর নির্বাহী পরিচালক রোমমানা খাতুন, ট্রেনিং কো-অর্ডিনেটর রবিউল ইসলাম নীরব উপস্থিত ছিলেন। স্থানীয় পেসড সদস্য মাসুম রমহান উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, গাভী পালন প্রশিক্ষণ নারীদের স্বনির্ভরতার পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষিত নারীরা গবাদি পশু পালন করে নিজেরা স্বাবলম্বী হতে পারবেন এবং পরিবারের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন। পেসড-এর নির্বাহী পরিচালক রোমমানা খাতুন জানান, আমাদের মূল লক্ষ্য হলো গ্রামীণ নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করা। এই প্রশিক্ষণের মাধ্যমে তারা গাভী লালন-পালন ও দুধ উৎপাদনের কৌশল শিখবেন, যা তাদের জীবনযাত্রার মান উন্নত করতে সহায়ক হবে। প্রশিক্ষণে অংশগ্রহণকারী নারীরা জানান, এ ধরনের উদ্যোগ তাদের জন্য অত্যন্ত উপকারী এবং তারা প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে স্বাবলম্বী হতে চান।