ঢাকা বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

চাঁদপুরের সাবেক পাঁচ ইউপি চেয়ারম্যান কারাগারে

চাঁদপুরের সাবেক পাঁচ ইউপি চেয়ারম্যান কারাগারে

আগস্টের নাশকতা মামলায় চাঁদপুর সদরের পাঁচ ইউনিয়ন পরিষদ (ইউপি) সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। গত মঙ্গলবার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুনতাসির আহমেদ এর আদালতে তাদের জামিনের আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারাগারে পাঠানো সাবেক চেয়ারম্যানরা হলেন-সদর উপজেলার ২ নম্বর আশিকাটি ইউনিয়ন পরিষদের মো. বিল্লাল হোসেন মাষ্টার, ৪ নম্বর শাহমাহমুদপুর ইউনিয়নের মাসুদুর রহমান নান্টু, ৬ নম্বর মৈশাদী ইউনিয়নের নুরুল ইসলাম পাটওয়ারী, ৯ নম্বর বালিয়া ইউনিয়নের রফিকুল্যা পাটওয়ারী, ১৩ নম্বর হানাচর ইউনিয়নের ছাত্তার রাড়ি। এর আগে সাবেক এই পাঁচ চেয়ারম্যান ছাত্র-জনতার আন্দোলনের পরে দায়ের করা চাঁদপুর সদর মডেল থানার জিআর ৫৮৫, ৫৭৯ ও ৫৭১ মামলায় উচ্চ আদালতের জামিনের কাগজ সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে জমা দিতে আদালতে আসেন। পরে আদালত সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। এ সব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত