ঢাকা বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

ইফতার নিয়ে সংঘর্ষে আহত ৯

ইফতার নিয়ে সংঘর্ষে আহত ৯

সিরাজগঞ্জের এনায়েতপুর থানার চর এলাকায় ইফতার মাহফিল ও আধিপত্য নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়গ্রুপের কমপক্ষে ৯ জন আহত হয়েছেন। এনায়েতপুর থানার ওসি রওশন ইয়াজদানি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত মঙ্গলবার বিকালে করোনা বাজারে ইফতারের আয়োজন করেন সদিয়া চাঁদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য রওশন আলী। একই দিন চর এলাকার চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার মাহফিলের আয়োজন করে ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি করিম মোল্লা। এতে উভয়গ্রুপের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে রওশন আলী গং প্রতিপক্ষের ইফতার আয়োজনে বাধা সৃষ্টি করে। এ নিয়ে উভয়গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। ওই এলাকা যোগাযোগে বিচ্ছিন্ন থাকলেও পুলিশ ঘটনাস্থলে অবস্থাান নিলে সংঘর্ষকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনাস্থল এলাকায় পুলিশের কঠোর নজর রাখা হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত