ঢাকা বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

ছুরিকাঘাতে কিশোরের মৃত্যু আটক এক

ছুরিকাঘাতে কিশোরের মৃত্যু আটক এক

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছুরিকাঘাতে জিহাদ (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মো. আরমান (১৮) নামের অন্য এক কিশোরকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে ফতুল্লার লামাপাড়াস্থ দরগাহ মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জিহাদ পটুয়াখালী সদরের আউলিয়াপুরের জাহাঙ্গীরের পুত্র। তারা স্ব-পরিবারে ফতুল্লার পশ্চিম লামাপাড়ায় এলাকায় বসবাস করতো। অন্যদিকে, আটক মো. আরমান ফতুল্লার পশ্চিম লামাপাড়ার আক্তার শেখের পুত্র। পুলিশ সূত্রে জানা যায়, লামাপাড়াস্থ দরগাহ মসজিদের সামনে আটক আরমানের চাচা শাহিন মিয়ার একটি ফলের দোকান রয়েছে। গত মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে শাহিন মিয়া কোনো এক কাজে দোকান খোলা রেখেই বাহিরে যান। কিছুক্ষণ পর দোকানে এসে দেখতে পান, তার দোকানে থাকা বাল্ব জ্বালানোর ব্যাটারি চুরি হয়েছে।

এর আগে, শাহিন মিয়া যখন দোকানে বাহিরে যাচ্ছিল তখন জিহাদসহ তার সঙ্গে আরো দুই কিশোর দোকানের সামনে দাঁড়িয়ে ছিল।

এটি জানতে পেরে তখন আরমান ঘটনাস্থলে এসে জিহাদ ও তার দুই সহোযোগীকে জিজ্ঞেস করে, তারা চুরি করেছে কিনা। এ নিয়ে তাদের মধ্যে কথা কাঁটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে আরমান ক্ষ্দ্ধু হয়ে বাসায় থাকা সুইচগিয়ার এনে জিহাদকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা আরমানকে আটক করে এবং জিহাদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসারত অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে জিহাদের মৃত্যু হয়। এ বিষয়ে ফতুল্লা থানার ওসি শরিফুল ইসলাম বলেন, এ ঘটনায় একজন আটক রয়েছেন। নিহতের লাশ বর্তমানে ঢাকা মেডিকেল হাসপাতালের মর্গে রয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত