বরগুনার আমতলীর পৌরসভার ফায়ার সার্ভিস স্টেশনের সামনে থেকে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ৩টি হত্যা ২টি ডাকাতি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি এবলাস (৪০) ও তার সহযোগী আন্তঃজেলা ডাকাত দলের আরেক সদস্য ৪টি ডাকাতি মামলার দুর্ধর্ষ পলাতক আসামি সামসুল হককে গ্রেপ্তার করেছে আমতলী থানা পুলিশ। গতকাল বুধবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এবলাস আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের আমড়াগাছিয়া গ্রামের আব্দুল মন্নান হাওলাদারের ছেলে। তার নামে আমতলীসহ বিভিন্ন থানায় ৩টি হত্যা ও ২টি ডাকাতি মামলা রয়েছে। সে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। তার সহযোগী সামসুল হক পটুয়াখালী জেলার মহিপুর থানার নিজামপুর গ্রামের আমজেদ চৌকিদারের ছেলে। তার নামে মহিপুর, কলাপাড়া ও তালতলীসহ বিভিন্ন থানায় ৪টি ডাকাতি মামলা রয়েছে।
আমতলী থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার গভীর রাতে এবলাস ও সামসুল হক একটি ব্যাটারিচালিত অটোরিকশাযোগে আমতলী- কুয়াকাটা আঞ্চলিক মহাসড়ক হয়ে পটুয়াখালীর দিকে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানা পুলিশ আমতলী পৌরশহরের ফায়ার সার্ভিস স্টেশনের সামনে ওই মহাসড়কে চেক পোস্ট বসিয়ে তাদের গ্রেপ্তার করে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম বলেন, গতকাল বুধবার গ্রেপ্তারদের আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে বরগুনা জেল হাজতে পাঠানো হয়েছে।