ঢাকা শনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

সংঘর্ষে আহত ছাত্রদল নেতার মৃত্যু

সংঘর্ষে আহত ছাত্রদল নেতার মৃত্যু

সিরাজগঞ্জের এনায়েতপুর থানার চর এলাকায় ইফতার মাহফিল আয়োজনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ছাত্রদল নেতা কবির হোসেন (২৭) মারা গেছে। সে ওই থানার সদিয়া চাঁদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি। এ ঘটনার প্রতিবাদে বিএনপি কেন্দ্রীয় নেতা আমিরুল ইসলাম খান আলিমের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকালে ওই ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মেম্বার রওশন আলী স্থানীয় বাজারে ইফতার মাহফিলের আয়োজন করেন। একইদিন ওই ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি করিম মোল্লা চর এলাকার স্কুল মাঠে ইফতার আয়োজন করেন। এ নিয়ে উভয়গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করে। একপর্যায়ে ইফতারের আগ মুহূর্তে উভয়গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সংঘর্ষে কমপক্ষে ৯ নেতাকর্মী আহত হয়। আহতদের মধ্যে ওই ছাত্র নেতা বুধবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। রাতেই পুলিশ তার লাশ উদ্ধার করে। গতকাল বৃহস্পতিবার সকালে তার লাশ সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে রাত থেকেই বিক্ষোভ মিছিল শুরু হয়।

এনায়েতপুর থানার ওসি রওশন ইয়াজদানি আলোকিত বাংলাদেশকে জানান, বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ছাত্রদল নেতা মৃত্যুর ঘটনায় পুলিশ এরই মধ্যে তদন্ত শুরু করেছে এবং যৌথ বাহিনী আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে। এদিকে ওই ছাত্রদল নেতা মৃত্যুর ঘটনায় এনায়েতপুর থানা বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর কবির জনি ও সাবেক সদস্য সচিব মঞ্জুর রহমানের সব পদ স্থগিত করা হয়েছে। জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি রুমানা মাহমুদ এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নির্দেশে দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই ২ নেতা প্রাথমিক ভাবে নাম আসায় তাদের প্রাথমিক সদস্য পদসহ সব পদ স্থগিত করা হয়েছে এবং এ ঘটনা তদন্তের জন্য জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকবুল হোসেন চৌধুরীকে আহবায়ক করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির অন্য সদস্যরা হলেন- জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা ও যুগ্ম সম্পাদক নূর কায়েম সবুজ। এ কমিটিকে আগামী ২ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত