ঢাকা শনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

উঠান থেকে শিশুকে নিয়ে গেল শিয়াল, জঙ্গলে পাওয়া গেল লাশ

উঠান থেকে শিশুকে নিয়ে গেল শিয়াল, জঙ্গলে পাওয়া গেল লাশ

কিশোরগঞ্জে শিয়ালের কামড়ে দেড় বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত বুধবার সন্ধ্যায় কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের তেরহাসিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু আরাফ তেরহাসিয়া গ্রামের মো. লিংকনের ছেলে। আরাফের বাবা মো. লিংকন জানান, সন্ধ্যায় আমি স্ত্রী-সন্তানকে নিয়ে বাড়িতে ইফতার শেষে আমার ব্যবসা প্রতিষ্ঠানে চলে যাই। ইফতারের পর আমার স্ত্রী সংসারের কাজে ব্যস্ত হয়ে পড়লে সেই সুযোগে আরাফ ঘর থেকে খেলার ছলে একা একা উঠানে চলে আসে। কিছুক্ষণ পর আরাফকে উঠানে দেখতে না পেয়ে তার মাসহ বাড়ির সবাই আশেপাশে খুঁজতে থাকে। এ সময় এলাকার মসজিদে মাইকিং করা হয়। তিনি বলেন, খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের জঙ্গলে একটি শেয়ালকে দৌড়ে যেতে দেখা যায়। সেদিকে এগিয়ে গেলে আরাফের নিথর দেহ পরে থাকতে দেখেন বাড়ির লোকজন। আরাফের গলায় রক্তাক্ত কামড়ের দাগ ও বুকের মধ্যে পায়ের নখের রক্তাক্ত দাগ দেখতে পাওয়া যায়। পরে দ্রুত কাছাকাছি একটি ফার্মেসিতে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন ডাক্তার। লিংকন বলেন, মনে হচ্ছে, আমার ছেলে একা একা সন্ধ্যার সময় উঠানে বের হতেই শিয়াল এসে গলায় কামড় দিয়ে ধরে জঙ্গলে নিয়ে যায়। গলায় কামড় দিয়ে ধরাতে সে হয়ত চিৎকারও করতে পারেনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত