ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নবীনগর উপজেলা শাখার আয়োজনে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৬৮ জন অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার নবীনগর মহিলা ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নবীনগর উপজেলা শাখার সভাপতি এটিএম রেজাউল করিম সবুজ এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক নুর মো. সিকদার মিঠু এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী। অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মনসুর আহমদ।
বিশেষ অতিথি ছিলেন- নবীনগর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শুক্লা রানী দেব, রিকন ল্যাবরেটরি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ড. মিজানুর রহমান, সহকারী অধ্যাপক ও সাংবাদিক ইব্রাহীম খলিল, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মানিক ভূঁইয়া, বাঞ্ছারামপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সেলিম রেজা প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নবীনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান। এছাড়াও বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক শামসুন্নাহার, যুগ্ম সম্পাদক শামসুল ইসলাম জুয়েল প্রমুখ।