শ্রমিক দলের কমিটি

প্রকাশ : ২১ মার্চ ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা শাখার ২নং রাউতি ইউনিয়নের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার রাতে তাড়াইল পুরাতন বাসস্ট্যান্ড কার্যালয়ে কমিটি অনুমোদন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল তাড়াইল উপজেলা শাখার সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল তাড়াইল উপজেলা শাখার সভাপতি আবদুল কাইয়ূম ভুঁইয়া। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিয়া। রাউতি ইউনিয়ন শাখার কমিটিতে শাহিনকে সভাপতি, ফুল মিয়া সিনিয়র সহ-সভাপতি, রফিকুলকে সাধারণ সম্পাদক ও আনোয়ার হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।