ঢাকা শনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

১৯ দোকান পুড়ে ছাই

১৯ দোকান পুড়ে ছাই

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি টিনসেড মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।

আগুনে ১৯টি দোকান পুড়ে গেছে। খবর পেয়ে কাঁচপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে কেউ হতাহত হয়নি। গত বুধবার রাতে উপজেলার তারাবো বিশ্বরোড এলাকায় গ্রীন সিটি সুপার মার্কেটে এই অগ্নিকাণ্ড ঘটে। 

স্থানীয়রা জানান, রাত সোয়া দুইটায় একটি ভাঙ্গারির দোকান থেকে আগুনের সুত্রপাত ঘটে। মূহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশে অবস্থিত টিনসেডের গ্রীন সিটি সুপার মার্কেটে ছড়িয়ে পড়ে।

আগুনে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের। কাঁচপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, আগুনের খবর পেয়ে কাঁচপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মার্কেটের ভেতরে কাঠের ফার্নিচার, মোটর পার্টস ও কাপড়ের দোকানসহ ১৯টি দোকান পুড়ে সব মালামাল ভস্মীভূত হয়। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত