ঢাকা শনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

ছিনতাইকারীকে গণধোলাই

ছিনতাইকারীকে গণধোলাই

চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে মশিউর রহমান (৪০) নামে একব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। গত বৃহস্পতিবার সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের জামতালা এলাকায় এ ঘটনা ঘটে। আটক মশিউর রহমান চাঁপাইনবাবগঞ্জ পৌরএলাকার নিউ-ইসলামপুর মহল্লার খাইরুল বাসারের ছেলে। স্থানীয়রা জানান, জামতলা এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে নাচোলের এক বাসিন্দার কাছ থেকে ২৭ হাজার টাকা ছিনিয়ে নেন মশিউর রহমান। এ সময় স্থানীয়দের সন্দেহ হওয়ায় তার পরিচয়পত্র দেখাতে চান। পরিচয়পত্র দেখাতে না পারায় তাকে বেঁধে গণধোলাই দেয়া হয়। পরে পুলিশকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে নিয়ে যায়। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মো. মতিউর রহমান বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত