ঢাকা রোববার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

বীজ ও সার বিতরণ

বীজ ও সার বিতরণ

আউশ ধান উৎপাদন বৃদ্ধিতে গতকাল বৃহস্পতিবার শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ ভূঞার সভাপতিত্বে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসারের আয়োজনে শেরপুর উপজেলা পরিষদ হল রুমে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ শেরপুর মোহাম্মদ সাখাওয়াত হুসেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শেরপুর মুসলিমা খানম নিলু। মোহাম্মদ সাখাওয়াত হুসেন বলেন তালিকাভূক্ত একটি কৃষক পরিবার ১ বিঘা জমি আবাদের জন্য ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এম ও পি সার সহায়তা পাবেন। শেরপুর সদর উপজেলায় ১২ টি ইউনিয়নে মোট ১২৬০ কেজি আউশ ধান, ২২৫০ কেজি ডিএপি সার এবং ২২৫০ কেজি এমওপি সার বিতরণ করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত