ঢাকা শনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

শাহতলির পীরের দাফন সম্পন্ন

শাহতলির পীরের দাফন সম্পন্ন

চাঁদপুর শহরতলীর পল্লীর শাহ্তলি এলাকার পীর সাহেব হযরত মাওলানা আবুল বাশারের (১০২) জানাজা নামাজ শেষে দাফন গতকাল বৃহস্পতিবার বাদ জোহর সম্পন্ন হয়েছে। জানাজা শেষে নিজের প্রতিষ্ঠিত মাদ্রাসার কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। শাহ্তলির পীর গত বুধবার সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে ঢাকার বারডেম হাসপাতালে ইন্তেকাল করেন। সেখান থেকে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ সময় তার কফিন নিয়ে রওয়ানা করে সকাল সোয়া ১১টায় হামানকর্দ্দি নিজ মাদ্রাসায় পৌঁছায়। পথে পথে তার ভক্ত মুরিদরা দাড়িয়ে তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গোটা দেশ থেকে শাহ্তলির পীর সাহেবের শত-শত মুরিদ, ভক্তরা হামানকর্দ্দি মাদ্রাসা ময়দানে আসতে শুরু করে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে মাদ্রাসার হাজার হাজার শিক্ষক, ছাত্র ও খাদেমগন কোরআন খতম দোয়া ও তসবিহ পাঠ করতে থাকেন। মূল ফটকে গাড়ির বহর পৌঁছার সঙ্গে সঙ্গে গোটা মাদ্রাসা আকাশবাতাস কান্নার রোলে ভারী হয়ে ওঠে। জানাযার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামি কেন্দ্রীয় মেহমান দ্বীন মুহাম্মদ, চাঁদপুর সদর উপজেলা জামায়াত ইসলামের আমির অ্যাডভোকেট শাহজাহান মিয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগীয়) মোহাম্মদ এনায়েতুল্লাহ খোকন, চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী প্রমুখ। বেলা ২টা ২৫ মিনিটে হাজারো মুসল্লির অংশ গ্রহণে জানাজার নামাজ পড়ান পীর সাহেবের সুযোগ্য সাহেবজাদা ও খলিফা মাওলানা জাফর আহমদ শাহ্তলি। এরপর চিলছিরত এর নিয়ম অনুযায়ী বর্তমান দায়িত্বপ্রাপ্ত পীর সাহেবের কাছে সব মুরিদানরা বয়াত হন এবং মোনাজাত করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত