ঢাকা শনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাট দখলমুক্ত করতে ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ সড়ক বিভাগের সহযোগিতায় এ উচ্ছেদ অভিযানে জেলা প্রশাসনের পক্ষে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালেক মুহিদ। এ সময় তার সঙ্গে ছিলেন সড়ক বিভাগের সহকারী প্রকৌশলী আহসান উল কবীর।

অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে পুলিশসহ সব প্রকার উচ্ছেদ যন্ত্রাংশ সঙ্গে নিয়েই এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে দখলে রাখা ফুটপাট ফাঁকা করতে দোকানদারদের নির্দেশ দেয়া হয়। সেই সঙ্গে অবৈধ স্থাপনা নিজ দায়িত্বে সরিয়ে না নিলে উচ্ছেদসহ জরিমানা করার মৌখিক হুশিয়ারি দেয় ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালেক মুহিদ জানান, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাট দখলমুক্ত রাখতে জনস্বার্থে এ ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে। ঝিনাইদহের সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমান জানান, সড়কের দুই ধারে গড়ে উঠা বিভিন্ন অবৈধ স্থাপনা ও ফুটপাট দখলমুক্ত রাখতে এবং আসন্ন পবিত্র ঈদুল ফিতরে নির্বিঘ্নে যান চলাচলের স্বার্থে জেলা প্রশাসনের সহযোগিতায় এ অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত