নারায়ণগঞ্জের একটি মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও আদালতের ওয়ারেন্টভুক্ত একই পরিবারের তিন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। গ্রেপ্তাররা হলেন- সোনারগাঁ উপজেলার কাবিলগঞ্জ এলাকার মো. লিটন মিয়া (৫১), তার স্ত্রী নাজমা বেগম (৩৮) ও তাদের ছেলে মো. নাহিদ আলম (২২)।
গতকাল বৃহস্পতিবার সকালে র্যাব-১১ সদর দপ্তরের স্কোয়াড্রন লীডার ও কোম্পানি কমান্ডার মো. ইশতিয়াক হোসাইন জানান, গত বুধবার রাতে গোপনসংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদি নতুন মহল্লা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে করা একটি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।