ঢাকা শনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

মসজিদে অনুদান এনে দেয়ার কথা বলে টাকা আত্মসাতের অভিযোগ

মসজিদে অনুদান এনে দেয়ার কথা বলে টাকা আত্মসাতের অভিযোগ

লক্ষ্মীপুরের রায়পুরে মসজিদ নির্মাণে অনুদান ও নতুন ভবন পাইয়ে দেয়ার নাম করে কয়েক লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে দেলোয়ার হোসাইন নামে এক গ্রাম পুলিশ সদস্যের বিরুদ্ধে। ২০২৩ সালে রায়পুরের উত্তর চর আবাবিল ইউপির বাইতুন নূর জামে মসজিদ, চর কাছিয়া শুকুরিয়া মসজিদ, মুলাই ব্যাপারী বাড়ি জামে মসজিদ ও বাইতুল্লাহ দেওয়ান বাড়ি জামে মসজিদসহ কয়েকটি মসজিদ থেকে প্রায় দশ লাখ টাকা হাতিয়ে নিয়েছে ওই গ্রাম পুলিশ- এ মর্মে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান খাঁন বরাবর লিখিত অভিযোগ জানান মসজিদ কমিটির সদস্যরা। পৃথক ৫টি অভিযোগ পত্রে ভুক্তভোগী মসজিদ ও কমিটি সংশ্লিষ্টরা লিখেন, নগদ এক লাখ টাকা করে নিয়েছে। গ্রাম পুলিশের কেন্দ্রীয় মহাসচিব হওয়ায় আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকার সময় বিভিন্ন সময় নেতাদের দাপট দেখিয়ে ভয় দেখান টাকা চাইলে। মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত থেকে সহযোগিতা পাইয়ে দেয়ার আশ্বাস দেন অভিযুক্ত দেলোয়ার- এমনটি অভিযোগপত্রে উল্লেখপূর্বক জানিয়ে বাইতুন নূর জামে মসজিদ সংশ্লিষ্ট মো. সুমন হাওলাদার বলেন, এলাকার প্রায় সব মসজিদ থেকে নগদ টাকা হাতিয়েছে দেলোয়ার। আমরা কোনো অনুদান পাইনি। প্রতারণার শিকার হয়ে প্রশাসনের স্মরণাপন্ন হয়েছি। অভিযোগ বিষয়ে জানতে দেলোয়ার বলেন, আমার বিরুদ্ধে কিছু লোক ষড়যন্ত্র করছে, আমার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা। লিখিত অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান খাঁন বলেন, আর্থিক প্রতারণার বিষয় অভিযোগ পেয়েছি। ধর্মীয় প্রতিষ্ঠানের টাকা উদ্ধার ও দোষীদের শাস্তি নিশ্চিতে তদন্ত করে ব্যবস্থা আইন মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত