ছাত্রীকে ধর্ষণচেষ্টায় সপ্তম শ্রেণির ছাত্র আটক

প্রকাশ : ২২ মার্চ ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে শিশু ছাত্রী ধর্ষণচেষ্টার ঘটনায় ছাত্র গ্রেপ্তার সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার শিশু ছাত্রীকে (৯) ধর্ষণচেষ্টার ঘটনায় (১৪) এক ছাত্রকে আটক করেছে পুলিশ। সে স্থানীয় দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র। তাড়াশ থানার ওসি (তদন্ত) নাজমুল কাদের জানান, গত শনিবার বিকালে দ্বিতীয় শ্রেণির ওই শিশু ছাত্রী সহপাঠীদের সঙ্গে প্রতিবেশীর বাড়ির আঙিনায় খেলা করছিল। এ সুযোগে ওই মাদ্রাসা ছাত্র চকলেটের লোভ দেখিয়ে তাকে পাশের বাড়ির একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। তার চিৎকারে সহপাঠীরা এগিয়ে গেলে আসলাম পালিয়ে যায়। এ ঘটনা স্থানীয়ভাবে আপোষ মিমাংসায় ব্যর্থ হয়। অবশেষে ওই শিশুর মা বাদী হয়ে বৃহস্পতিবার সকালে থানায় অভিযোগ করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। এদিকে প্রায় দেড় সপ্তাহের ব্যবধানে ৫ শিশু ছাত্রী নির্যাতনের শিকার হয়েছে।