সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

প্রকাশ : ২২ মার্চ ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোনায়েম হোসেনকে একটি হত্যা মামলায় পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার বিকালে দিনাজপুর বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পরিদর্শক আব্দুল গফুর এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গ্রেপ্তারকৃত মোনায়েম হোসেন বীরগঞ্জ থানার একটি হত্যা মামলার আসামি। সে পুলিশের গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন থেকে পলাতক ছিলেন।