ঢাকা শনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

জমি নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে একজন নিহত

জমি নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে একজন নিহত

নাটোরের বড়াইগ্রামে কবরস্থান কমিটির সঙ্গে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘর্ষ চলাকালে ছুরিকাঘাতে নজিম উদ্দিন (৫৫) নামে একজন নিহত হয়েছেন। সংঘর্ষে কবরস্থান কমিটির সাধারণ সম্পাদকসহ আরো চারজন আহত হন। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার আহম্মেদপুর নওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নজিম উদ্দিন ওই গ্রামের আলাউদ্দিনের ছেলে। স্থানীয়রা জানান, নওপাড়া গ্রামের আব্দুল গণির পিতা মরহুম আব্দুস সামাদ মৌলভী মৃত্যুর আগে স্থানীয় কবরস্থানে ৬০ শতাংশ জমি দান করে যান। এ জমির দখল নিয়ে কবরস্থান কমিটির সঙ্গে আব্দুল গণি ও তার ছেলেদের দ্বন্দ্ব চলে আসছিল। ইতোপূর্বে এ নিয়ে একাধিকবার সালিশ বৈঠক ও মারপিটের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার বিকালেও তর্ক-বিতর্কের জের ধরে গ্রামের লোকজন আব্দুল গণির ছেলে সজিব হোসেনকে (২৫) পিটিয়ে আহত করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত