ঢাকা বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

যুবদল নেতার মৃত্যু

যুবদল নেতার মৃত্যু

সিরাজগঞ্জ জেলা যুবদলের নেতা বিশিষ্ট সমাজসেবক মির্জা আব্দুল জব্বার বাবু (৪৮) মারা গেছেন। রোববার ভোরে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি পৌর এলাকার হোসেনপুর মহল্লার মির্জা আলতাফ হোসেনের ছেলে এবং জেলা যুবদলের সভাপতি ও রাজশাহী বিভাগীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ জানান, মির্জা বাবু প্রায় ২ মাস আগে একটি জটিল রোগে আক্রান্ত হন। তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুতে কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না, সাধারন সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত