ঢাকা বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

মউশিক শিক্ষকদের পাঁচ দফা বাস্তবায়নের দাবি

মউশিক শিক্ষকদের পাঁচ দফা বাস্তবায়নের দাবি

ইসলামিক ফাউন্ডেশনের আওতাধীন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) পাসসহ ৫ দফা দাবিতে গতকাল সারা দেশে মানববন্ধন ও সমাবেশ করেছেন প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও কেয়ারটেকাররা।

ঝালকাঠি : ঝালকাঠি প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচির আয়োজন করে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও কেয়ারটেকার ঐক্য পরিষদ।

মানববন্ধনে বক্তব্য দেন, ফিল্ড অফিসার, মো. আব্দুল্লাহ আল হাদী, মাস্টার ট্রেইনার মো. শাহাবুদ্দিন, ফিল্ড সুপারভাইজার মো. শাহাবুদ্দিন, আসাদুর রহমান মান্নাসহ আরো অনেকে। এ সময় বক্তরা বলেন, শিক্ষক-কর্মচারীর আউটসোর্সিং প্রক্রিয়া বাতিল, প্রকল্পের সকল জনবলকে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করা, কেয়ারটেকারদের সরকারি বেতন স্কেলে অন্তর্ভুক্ত, শিক্ষকদের সম্মানী বৃদ্ধি করাসহ, ঈদের আগেই প্রকল্প অনুমোদন করে সকলের বকেয়াসহ বেতন-ভাতা পরিশোধ করতে হবে। মানববন্ধন শেষে শিক্ষকরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মরকলিপি প্রদান করেন।

রাজবাড়ী : রাজবাড়ী প্রেসক্লাবের সামনে শিক্ষক কল্যাণ পরিষদের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন বালিয়াকান্দি উপজেলার শিক্ষক মো. মোস্তাক আহম্মেদ।

এ ছাড়া বক্তব্য রাখেন- হাফেজ জুবায়ের, হাফেজ ইলিয়াস, মো. মোতাহার হোসেন, আব্দুল কাইয়ুম ও মো. ফারুক আজম। এ সময় বক্তারা বলেন, মসজিদ ভিত্তিক শিক্ষা ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পটি দেশে ৩০ বছরেরও বেশি সময় ধরে চলমান, কিন্তু এখনো এটি জাতীয়করণ করা হয়নি। ফলে শিক্ষকরা দীর্ঘদিন ধরে বঞ্চিত হয়ে আসছেন। তারা অভিযোগ করেন, সরকার এই প্রকল্পকে আউটসোর্সিং ব্যবস্থায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে, যা শিক্ষকদের পেশাগত জীবনে অনিশ্চয়তা সৃষ্টি করবে। এটি বাস্তবায়ন হলে হাজারো শিক্ষক চাকরি হারানোর ঝুঁকিতে পড়বেন।

শিক্ষকরা দ্রুত সময়ের মধ্যে প্রকল্পটি জাতীয়করণের দাবি জানান এবং তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

বগুড়া : বগুড়া শহরের সাতমাথায় মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বগুড়া জেলা শাখা মানববন্ধন করে। এতে বক্তব্য রাখেন- সংগঠনের বগুড়া জেলার সভাপতি মাওলানা শাহাদত হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান, জেলার নেতা রুহুল আমিন, আলমগীর হোসেন, আনোয়ার হোসেন, আবু সুফিয়ান, জিললুর রহমান, আবু বক্কর, ইসলামিক ফাউন্ডেশন ধুনট উপজেলার শিক্ষক মাওলানা রবিউল ইসলাম রবি, আরিফুর রহমান প্রমুখ।

এছাড়া মানববন্ধনে উপস্থিত ছিলেন ১২টি উপজেলার সভাপতি-সাধারণ সম্পাদক ও দায়িত্বশীল শিক্ষকরা। মানববন্ধনে বক্তারা বলেন, ঈদের আগে যদি বকেয়া বেতন বোনাস পরিশোধ না করা হয় তাহলে পরবর্তীতে কঠিন আন্দোলনের ডাক দেয়া হবে।

৫ দফা দাবি মেনে না নিলে আমাদের সন্তানরা কোরআন শিক্ষা থেকে বঞ্চিত হবে। তখন ছেলেমেয়েরা ইসলাম থেকে দূরে সরে যাবে। এ সময় তারা ৫ দফা দাবি তুলে ধরেন। মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন।

পীরগঞ্জ (রংপুর) : গতকাল প্রেসক্লাব চত্বরে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় পরিষদের সভাপতি হাফেজ শহিদুল ইসলামের সভাপতিত্বে ইসলামি ফাউন্ডেশনের কেয়ার টেকার আব্দুর রহিম, শিক্ষক আশিকুর রহমান, শাহারুল ইসলাম, সাইদুর রহমান, রোকসেনা পারভিন, আনোয়ারা বেগম প্রমুখ বক্তব্য রাখেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত