ঢাকা বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

নদী থেকে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

নদী থেকে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজের তিন দিন পর নিরব শেখ (১৫) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নিরব শেখ একই ইউনিয়নের হরিণবাড়িয়া গ্রামের জিয়ারুল শেখের ছেলে। গতকাল রোববার সকালে উপজেলার রতনদিয়া ইউনিয়নের মাধবপুর গ্রামের পদ্মা নদীর তীর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের স্বজনরা জানান, গত বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে বাড়ির পাশের মাধবপুর বাজারে যায় নিরব। কিন্তু সারা রাতেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

পরদিন সন্ধ্যায় তার কোনো সন্ধান না পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন স্বজনরা। এর কিছুক্ষণ পর নিরবের বাবার কাছে অজ্ঞাত নম্বর থেকে একটি ফোন আসে। ফোনে অপহরণকারীরা ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে ছেলেকে হত্যা করার হুমকি দেয়। তারা টাকা নিয়ে পাংশা উপজেলার একটি ব্রিজের কাছে যেতে বলে। এরপর থেকে সেই নম্বরটি বন্ধ পাওয়া যায়। গতকাল রোববার সকালে স্থানীয় জেলেরা মাছ ধরতে গিয়ে পদ্মা নদীতে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং পরিবারের সদস্যরা তা শনাক্ত করেন। এ বিষয়ে ক্যামেরায় কথা না বলে কালুখালী থানা পুলিশের একটি সূত্র জানায়, এটি অপহরণজনিত হত্যাকাণ্ড হতে পারে। তবে সঠিক কারণ জানতে তদন্ত চলছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত