ঈদুল ফিতর উপলক্ষে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সাতটি ইউনিয়নে দুস্থ ও অসহায়দের মাঝে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল রোববার উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারিভাবে উপজেলার সাতটি ইউনিয়নে ২৪ হাজার ৪৫৩টি দুস্থ-অসহায় পরিবারের মাঝে ২৪৪ দশমিক ৫৩০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। কার্ডপ্রতি ১০ কেজি করে চাল বরাদ্দ রয়েছে। গত বৃহস্পতিবার থেকে তাড়াইল উপজেলার সাতটি ইউনিয়নে কার্ড প্রতি ১০ কেজি করে ২৪ হাজার ৪৫৩ টি দুস্থ-অসহায় পরিবারের মাঝে ওইসব চাল বিতরণ করা হচ্ছে। তাড়াইল উপজেলার ২৪ হাজার ৪৫৩টি কার্ডের বিপরীতে ২৪৪.৫৩০ মেট্রিক টন বরাদ্দ মেলে। এরমধ্যে তালজাঙ্গা ইউনিয়নে ৩ হাজার ২৬৫ টি কার্ডের বিপরীতে ৩২.৬৫০ টন, রাউতি ইউনিয়নে ৩ হাজার ৬৫৭ টি কার্ডের বিপরীতে ৩৬.৫৭০ টন, ধলা ইউনিয়নে ৩হাজার ৪২১টি কার্ডের বিপরীতে ৩৪.২১০ টন, জাওয়ার ইউনিয়নে ৩ হাজার ৪৫০টি কার্ডের বিপরীতে ৩৪.৫০০ টন, দামিহা ইউনিয়নে ৪ হাজার ৩০টি কার্ডের বিপরীতে ৪০.৩০০ টন, দিগদাইড় ইউনিয়নে ৩ হাজার ২৫৫টি কার্ডের বিপরীতে ৩২.৫৫০ মেট্রিক টন, তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নে ৩ হাজার ৩৭৫টি কার্ডের বিপরীতে ৩৩.৭৫০ টন চাল দেয়া হয়েছে।