যমুনাসেতু-ঢাকা মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পাথাইলকান্দি এলাকায় হানিফ পরিবহনের বাসের ধাক্কায় অটোচালকসহ দুইজন নিহত হয়েছেন।
গতকাল রোববার এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় গুরুতর আহত একজনকে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন, উপজেলার এলেঙ্গা পৌরসভার ভাবলা গ্রামের ছাকু মন্ডলের ছেলে অটোচালক হাসেন আলী (৫৫) ও একই এলাকার মো. লালমিয়ার ছেলে সবুজ (১৩)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে এলেঙ্গা বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে একটি অটো ভাবলা গ্রামের দিকে যাচ্ছিল।
এ সময় অটোটি যমুনা সেতু মহাসড়কে উঠলে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস অটোটিকে পেছন থেকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
এতে ঘটনাস্থলেই অটোচালক হাসেন আলীর মৃত্যু হয়। গুরুতর আহত ২ জনকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সবুজকে মৃত ঘোষণা করেন।