ঢাকা বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

তারেক রহমানের পক্ষে ঈদ উপহার বিতরণ

তারেক রহমানের পক্ষে ঈদ উপহার বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহারসামগ্রী প্রদান করা হয়েছে। গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিার আন্দোলনে শহীদ, গুম ও নির্যাতনের শিকার ফেনী জেলার বিভিন্ন ইউনিটের ৩০ জনের পরিবারের মাঝে গতকাল রোববার এসব ঈদ উপহারসামগ্রী ও নগদ অর্থ তুলে দেয়া হয়।

ফেনী জেলা যুবদলের আহ্বায়ক নাছির উদ্দিন খোন্দকারের সার্বিক তত্ত্বাবধানে এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত, যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন ভিপি বেলাল ও আমজাদ হোসেন সুমনসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মী।

জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত জানান, গণতন্ত্র পুনপ্রতিষ্ঠায় বিএনপির নেতৃত্বে বিগত আন্দোলন-সংগ্রামে আমাদের অনেক সহযোদ্ধা আইন-শৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক প্রতিপক্ষের হাতে গুম-খুনের শিকার হয়। এসব নেতাকর্মীদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন তারেক রহমান। আমরা তার পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ প্রদান করেছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত