বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহারসামগ্রী প্রদান করা হয়েছে। গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিার আন্দোলনে শহীদ, গুম ও নির্যাতনের শিকার ফেনী জেলার বিভিন্ন ইউনিটের ৩০ জনের পরিবারের মাঝে গতকাল রোববার এসব ঈদ উপহারসামগ্রী ও নগদ অর্থ তুলে দেয়া হয়।
ফেনী জেলা যুবদলের আহ্বায়ক নাছির উদ্দিন খোন্দকারের সার্বিক তত্ত্বাবধানে এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত, যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন ভিপি বেলাল ও আমজাদ হোসেন সুমনসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মী।
জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত জানান, গণতন্ত্র পুনপ্রতিষ্ঠায় বিএনপির নেতৃত্বে বিগত আন্দোলন-সংগ্রামে আমাদের অনেক সহযোদ্ধা আইন-শৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক প্রতিপক্ষের হাতে গুম-খুনের শিকার হয়। এসব নেতাকর্মীদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন তারেক রহমান। আমরা তার পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ প্রদান করেছি।