ঢাকা বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

তিন কসমেটিকস দোকানিকে জরিমানা

তিন কসমেটিকস দোকানিকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার শহর বাজারের আফতাব উদ্দিন কমপ্লেক্স মার্কেটে ভোক্তা অধিকারের অভিযানে ৩ কসমেটিক দোকানিকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। আফতাব উদ্দিন কমপ্লেক্স মার্কেটের বিউটি জোন কসমেটিকস দোকানে এমআরপিবিহীন কসমেটিক বিক্রি করায় দোকানটিকে ৫ হাজার টাকা, মায়ের দোয়া কসমেটিকস দোকানে মেয়াদোত্তীর্ণ কসমেটিকস বিক্রির জন্য দোকানে সংরক্ষণ করায় দোকানটিকে ৫ হাজার টাকা ও বিসমিল্লাহ কসমেটিকস দোকানে মেয়াদোত্তীর্ণ কসমেটিকস বিক্রির জন্য দোকানে প্রদর্শন ও সংরক্ষণ করায় দোকানটিকে ৭ হাজার টাকাসহ ৩ দোকানিকে ১৭ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

এর আগে আসিফ আল আজাদ শহর বাজারের কসমেটিকস ও কাপড়ের দোকানসমূহে তদারকি করেন। পণ্যের মূল্য ও ক্রয়ের রশিদ যাচাইসহ মেয়াদোত্তীর্ণ ও অবৈধ কসমেটিকস বিক্রি না করার নির্দেশনা দিয়েছেন।

তিনি জানান, আজকের অভিযানে শহরের আফতাব উদ্দিন কমপ্লেক্স মার্কেটের তিনটি কসমেটিকস দোকানিকে ১৭ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে। অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জামাল উদ্দিন মোল্লা ও ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জের একটি টিম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত