মানিকগঞ্জে অবৈধ তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে ৬ লাখ টাকা জড়িমানা, কিলন ভেঙে ফায়ার সার্ভিস দিয়ে আগুন নিভিয়ে ভাটার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। গত শনিবার মানিকগঞ্জ সদর উপজেলার একতা ও এমিকা ব্রিকস এবং সিংগাইর উপজেলার রাকমান ব্রিকসে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন, পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার। অভিযান সূত্রে জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ এর বিভিন্ন ধারা লংঘনের দায়ে সিংগাইরের রাকমান ব্রিকসের কিলন আংশিক ভেঙে ফায়ার সার্ভিসের মাধ্যমে আগুন নিভিয়ে দেয়া হয়। সদর উপজেলার একতা ও এমিকা ব্রিকসে ৬ লাখ টাকা জরিমানা আদায় ও কিলন আংশিক ভেঙে দেয়া হয়। এ সময় পরিবেশ অধিদপ্তর মানিকগঞ্জ কার্যালয়ের সিনিয়র কেমিস্ট এ কে এম সামিউল আলম কুরসি, পরিদর্শক মনোয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন।
অভিযানে র্যাব-৪, জেলা পুলিশ ও সিংগাইর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সদস্যরা সহায়তা করেন। ছাড়পত্রবিহীন অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।