ঢাকা শনিবার, ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

পথশিশু অধিকার চাঁদপুরের ঈদ পোষাক বিতরণ

পথশিশু অধিকার চাঁদপুরের ঈদ পোষাক বিতরণ

স্বেচ্চাসেবী সংগঠন ‘পথশিশু অধিকার চাঁদপুর’ এর উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে অসহায় শিশু, নারী-পুরুষের মাঝে ঈদ পোষাক বিতরণ করা হয়েছে।

গতকাল সোমবার বিকাল ৩টায় শহরের হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে পোষাক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান খান, সিনিয়র সহ-সভাপতি ইতি চৌধুরী, সহ-সভাপতি গাজী রিয়াজ, শরীফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল খান, প্রচার সম্পাদক ফারিস আল হাসান, সদস্য জাহিদ খান ও হাসান মিয়াজী। সাধারণ সম্পাদক শফিকুর রহমান খান বলেন, ঈদ পোষাক আনুষ্ঠানিকভাবে হাসান আলী সপ্রাবিতে দিলেও আমরা শহর ঘুরে ঘুরে অসহায় শিশু ও তাদের পরিবারের মাঝে এই ঈদ পোষাক পৌঁছে দিয়েছি।

সব মিলিয়ে শতাধিক ঈদ পোষাক বিতরণ করা হয়। সভাপতি মেহেদী হাসান বলেন, চাঁদপুর জেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা করোনা মহামারি সময়ে এই সংগঠন প্রতিষ্ঠা করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত