ঢাকা শনিবার, ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

ভিজিএফের চাল পাচ্ছে সাড়ে ২৪ হাজার পরিবার

ভিজিএফের চাল পাচ্ছে সাড়ে ২৪ হাজার পরিবার

ঈদুল ফিতর উপলক্ষে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সাতটি ইউনিয়নে দুঃস্থ ও অসহায়দের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ কার্যক্রম আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে। তাড়াইল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারিভাবে উপজেলার সাতটি ইউনিয়নে ২৪ হাজার ৪৫৩টি দুঃস্থ-অসহায় পরিবারের মাঝে ২৪৪ দশমিক ৫৩০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। কার্ডপ্রতি ১০ কেজি করে চাল বরাদ্দ রয়েছে। তাড়াইল উপজেলার সাতটি ইউনিয়নে কার্ড প্রতি ১০ কেজি করে ২৪ হাজার ৪৫৩ টি দুস্থ-অসহায় পরিবারের মাঝে ওই সব চাল বিতরণ করা হচ্ছে। তাড়াইল উপজেলার ২৪ হাজার ৪৫৩ টি কার্ডের বিপরীতে ২৪৪.৫৩০ মেট্রিক টন বরাদ্দ মেলে। এরমধ্যে তালজাঙ্গা ইউনিয়নে ৩ হাজার ২৬৫টি কার্ডের বিপরীতে ৩২.৬৫০ মেট্রিক টন, রাউতি ইউনিয়নে ৩ হাজার ৬৫৭টি কার্ডের বিপরীতে ৩৬.৫৭০ মেট্রিক টন, ধলা ইউনিয়নে ৩ হাজার ৪২১টি কার্ডের বিপরীতে ৩৪.২১০ মেট্রিক টন, জাওয়ার ইউনিয়নে ৩ হাজার ৪৫০ টি কার্ডের বিপরীতে ৩৪.৫০০ মেট্রিক টন, দামিহা ইউনিয়নে ৪ হাজার ৩০টি কার্ডের বিপরীতে ৪০.৩০০ মেট্রিক টন, দিগদাইড় ইউনিয়নে ৩ হাজার ২৫৫টি কার্ডের বিপরীতে ৩২.৫৫০ মেট্রিক টন, তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নে ৩ হাজার ৩৭৫টি কার্ডের বিপরীতে ৩৩.৭৫০ মেট্রিক টন চাল দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আবুবক্কর সিদ্দিকী বলেন, দুঃস্থ ও অতি দরিদ্র পরিবারগুলোর মাঝে এ চাল বিতরণের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না এবং খুব তাড়াতাড়ি চাল বিতরণ কার্যক্রম শেষ করার জন্য উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে। তিনি আরো বলেন, দুঃস্থ, অতি দরিদ্র ব্যক্তি, পরিবারকে এ সহায়তা প্রদান করতে হবে। তবে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ অতিদরিদ্রদের অগ্রাধিকার দিতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত