ঢাকা শনিবার, ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

ছাদে ঈদগাহ মাঠ, নামাজ পড়বেন তিন গ্রামবাসী

ছাদে ঈদগাহ মাঠ, নামাজ পড়বেন তিন গ্রামবাসী

ঈদ মানে আনন্দ। ঈদ মানে খুশির দিন। আর সেই ঈদের নামাজ এবারও পড়বে পাকা ছাদের ঈদগাহ মাঠের উপর। এ আনন্দের দিন যতই ঘনিয়ে আসছে ততই উৎসাহ উদ্দিপনার সৃষ্টি হচ্ছে। এ আনন্দ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ৩ গ্রামবাসীর। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিমাঞ্চলের বড় পাঙ্গাসী ইউনিয়নের নরসিংহপাড়া, শুকলাই ও শুকুল হাট এবং এ তিন গ্রাম জুড়ে ফসলের মাঠ। যেদিকে চোখ যায় সেদিকে সবুজের সমারোহ। কিন্তু প্রতি বছর বর্ষাকালের শুরু থেকেই তলিয়ে থাকে বন্যার পানিতে। এ জন্য ব্যারিস্টার রওশন-জাহান ফাউন্ডেশন ও ওই ৩ গ্রামবাসীর অর্থে নির্মাণ করা হয় ছাদ ঈদগাহ মাঠ। গত ২০১৫ সালের ২৩ অক্টোবর এ নির্মাণ কাজ শুরু করা হয় এবং ৫৬ লাখ টাকা ব্যয়ে নির্মাণ কাজ শেষে ২০১৯ সাল থেকে এ ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করছে ওই ৩ গ্রামবাসী। এ ঈদগাহ মাঠের চারদিকে আবাদী মাঠ। এরই মাঝে তিন গ্রামের সীমানা এলাকায় এ পাকা ছাদের ঈদগাহ মাঠ নির্মাণ করা হয়েছে। এ ঈদগাহ মাঠ বহু সংখ্যক পিলারের উপর দোতলা করে নির্মাণ করা হয়েছে। এ পাকা ছাদ মাঠে একসাথে প্রায় আড়াই হাজার মুসুল্লী নামাজ পড়তে পারবেন এবং শুকনো মৌসূমে প্রায় ৫ হাজার মুসল্লী এক জামাতে ঈদ নামাজ পড়তে পারবেন। এ ছাদ ঈদগাহ মাঠ নির্মাণের মূল পরিকল্পনাকারী হলেন সাহিত্যিক, সাংবাদিক ও জ্যোতি প্রকাশের প্রকাশক মোস্তফা জাহাঙ্গীর আলম। স্থানীয়রা বলেন, তার অবদান ও গ্রামবাসীর সহযোগীতায় এ মাঠটি নির্মাণ হয়েছে। ওই ঈদগাহ মাঠে এখন ঈদের নামাজ আদায় করতে কোনো অসুবিধা নেই। তিন গ্রামবাসী আনন্দ মনে এ মাঠে ঈদের নামাজ পড়েন। এছাড়া এখানে তিন গ্রামের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত