নকলার ১৭ হাজার পরিবার পাচ্ছে ভিজিএফের চাল

প্রকাশ : ২৫ মার্চ ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নকলা (শেরপুর) প্রতিনিধি

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) কর্মসূচির আওতায় শেরপুরের নকলা উপজেলার ১৭ হাজার ২৪টি দুঃস্থ, অতিদরিদ্র ও অসহায় কার্ডধারী পরিবার বিনামূল্যে ১০ কেজি করে চাল পাচ্ছেন। উপজেলার ৯টি ইউনিয়নের মোট ১৩ হাজার ৯৪৩টি ও পৌরসভার ৩ হাজার ৮১টি পরিবারের মাঝে এ চাল বিতরণ শুরু হয়েছে। এর অংশ হিসেবে গতকাল সোমবার সকালে ৬নং পাঠাকাটা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে ভিজিএফের চাল বিতরণ উদ্বোধন করা হয়। ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম এ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় ইউপি সচিব (অতিরিক্ত দায়িত্ব) মো. মতিউর রহমান, ব্যাংক এশিয়ার পাঠাকাটা এজেন্ট ব্যাংকিং শাখার এজেন্ট ও ইউনিয়ন উদ্যোক্তা নকলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. সেলিম রেজা, সংরক্ষিত ইউপি সদস্য আসমা আক্তার, ছালেহা বেগম ও সুলতানা আক্তার সম্পা, ইউপি সদস্য রুবেল উদ্দিন, আনারুল ইসলাম, আদম শফিক, হামিদুল ইসলাম, বাজু মিয়া, মাফিজুল ইসলাম, নজরুল ইসলাম বাবু, আমজাদ আলী ও ওবায়দুল হক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, গ্রাম পুলিশ ও সুবিধভোগী পরিবারে সদস্যরা উপস্থিত ছিলেন।