ঢাকা রোববার, ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

সুদমুক্ত ঋণের চেক বিতরণ

সুদমুক্ত ঋণের চেক বিতরণ

সরকারি জাকাত ফ্রান্ডে জাকাত দিয়ে দারিদ্র বিমোচনে অংশ নিন এ প্রতিপাদ্যকে সামনে রেখে ২৪ মার্চ মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে ইসলামিক ফাউন্ডেশন শেরপুরের আয়োজনে ইমাম ও মুয়াজ্জিনের কল্যাণ ট্রাস্ট থেকে সুদমুক্ত ঋণের চেক বিতরণ ও জেলা পর্যায়ে সরকারিভাবে জাকাতের অর্থ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপ-পরিচালক ইসলামিক ফাউন্ডেশন শেরপুর মোহাইমিনুল ইসলাম, বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার খলিলুর রহমান। ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাইমিনুল ইসলাম জানান এ বছর ১২৬ জনের মাঝে ৬ লাখ ৩৬ হাজার ৩৪৪ টাকা শেরপুর জেলায় দরিদ্রদের মাঝে জাকাত প্রদান করা হবে। তাছাড়া ৬ জন ইমাম ও মোয়াজ্জিনদের মাঝে সুদমুকক্ত ঋণ প্রদান করা হবে ১ লাখ ৩০ হাজার টাকা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত