রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের মামলায় জেলা যুবলীগের সভাপতি শওকত হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শওকত হাসান আলাদিপুর গ্রামের মৃত আজাহার আলী শেখের ছেলে এবং আলীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। এজাহারে উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের অভিযোগে গত ৩০ আগস্ট রাজবাড়ী সরকারি কলেজের শিক্ষার্থী রাজিব মোল্লা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা করেন। এতে ১৭০ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আরো ৩০০ জনকে আসামি করা হয়। রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান বলেন, মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে জেলা যুবলীগের সভাপতি শওকত হাসানকে গ্রেপ্তার করা হয়েছে।