মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশ করায় ৫ নারী-পুরুষকে আটক করেছে বিজিবি। গত সোমবার সকালে উপজেলার কর্মধা ইউনিয়নের কুকিঝুড়ি সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয়েছে। আটকরা হলেন- সিদ্দেক আলী, জলিল মিয়া, আনোয়ার হোসেন, তার স্ত্রী মিম আক্তার ও শাহিনা আক্তার। তারা ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানার বাসিন্দা বলে বিজিবি’র কাছে স্বীকার করেছে। ৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এএসএম জাকারিয়া জানান, আটকদের বিরুদ্ধে কুলাউড়া থানায় মামলা করে পুলিশে হস্তান্তর করা হয়েছে।