ঢাকা রোববার, ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

সয়াবিন তেল জব্দ, ডিলারকে জরিমানা

সয়াবিন তেল জব্দ, ডিলারকে জরিমানা

মানিকগঞ্জে ওজনে কারচুপি করে সয়াবিন তেল বাজারজাতকরণের অভিযোগে মডার্ন কোম্পানির ৪১৪ লিটার সয়াবিন তেল জব্দ ও ডিলার সাগর মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

গতকাল মঙ্গলবার সদর উপজেলার রাজিবপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফারহানা ইসলাম অজান্তা।

জানা গেছে, রাজিবপুর বাজারের বিসমিল্লাহ ভ্যারাইটিজ স্টোরে অপেক্ষাকৃত কম দামে তেল দিতে যায় মর্ডান কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা। বোতলের গায়ে অস্বাভাবিক মূল্য এবং অপেক্ষাকৃত কম দামে বাজারজাতকরণের প্রলোভন দেয় তারা।

বিষয়টি সন্দেহ হলে দোকানের মালিক আব্দুস সালাম একটি বোতল ওজন স্কেলে দেন। ওজন কম দেখতে পেয়ে তাদের কাছ থেকে আরও কয়েকটি বোতল নিয়ে ওজন স্কেলে মাপ দেন।

ওজনে প্রতিটি ১ লিটারের বোতলে ৩০০ গ্রাম ও ২ লিটারের বোতলে ৬০০ গ্রাম কম হয়।

এ সময় তিনি কৌশলে তাদেরকে বসিয়ে রেখে বাজার কমিটিকে বিষয়টি জানান। তারা এসে মডার্ন কোম্পানির বিক্রয় প্রতিনিধি ও গাড়ির ড্রাইভারকে আটক করে ভোক্তা অধিদপ্তরে খবর দেন।

রাজিবপুর বাজার কমিটির সভাপতি মো. হাবিবুর রহমান বলেন, এরা একটি সঙ্গবদ্ধ প্রতারক চক্র। প্রলোভন দেখিয়ে ওজনে কম দুই নম্বর তেল বাজারজাত করতে চেয়েছিল। কিন্তু আমাদের দোকানদাররা সৎ থাকায় তারা তা করতে পারেনি। আমাদেরকে খবর দিলে আমরা মর্ডান কোম্পানির লোকদেরকে আটকে রেখে ভোক্তা অধিদপ্তরের হাতে তুলে দেই।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত