সাংবাদিকদের সঙ্গে ছাত্রশিবিরের মতবিনিময়
প্রকাশ : ২৬ মার্চ ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ঝিনাইদহ প্রতিনিধি
বাংলাদেশের সার্বিক পরিস্থিতি পর্যালোচনায় ঝিনাইদহের সাংবাদিকদের সঙ্গে ইসলামী ছাত্রশিবিরের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে আহার রেস্টুরেন্ট হল রুমে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ছাত্রশিবিরের ঝিনাইদহ শহর সভাপতি মেহেদী হাসান রাজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ শহর শাখার সাবেক সভাপতি ও শহর জামায়াতের আমির অ্যাড. ইসমাইল হোসেন, জেলা শাখার সভাপতি আবিদ হুসাইন। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমএ কবির, দৈনিক নবচিত্র ও দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি আলাউদ্দিন আল আজাদ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি বিমল কুমার সাহা, ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম রায়হান উদ্দিন প্রমুখ। ইফতার মাহফিল পরিচালনা করেন ছাত্র শিবিরের ঝিনাইদহ শহর সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন।