গতকাল মঙ্গলবার বিকালে শৈলকুপা থানা গেটের চায়ের দোকানি অমল কুমার ঠাকুরকে ১০ পুরিয়া গাঁজাসহ আটক করে পুলিশ।
আটক অমল কুমার ঠাকুর (৬০) হেতামপুর গ্রামের মৃত জিতেন কুমারের ছেলে। শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, অমল থানা গেটে দীর্ঘদিন ধরে চায়ের দোকানের আড়ালে মাদক কারবার চালিয়ে আসছিল বলে জানতে পেরে তার দোকান তল্লাশি করা হয়।
এ সময় তার দোকান থেকে ১০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধার গাঁজাসহ তাকে আদালতে প্রেরণ করা হবে।