ঢাকা রোববার, ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

ছাত্রদল নেতা আশিক হত্যাকারীদের শাস্তি দাবি

ছাত্রদল নেতা আশিক হত্যাকারীদের শাস্তি দাবি

কিশোরগঞ্জের কটিয়াদীতে চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজের কমিটি গঠনকে কেন্দ্র করে ছাত্রদল নেতা আশিক খাঁকে হত্যা ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হেমায়েত হোসেন, ঢাকা শিক্ষা বোর্ডের কর্মকর্তা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার উপর হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল মঙ্গলবার দুপুরে চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল আলম নাঈম, চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক জাবের হোসেন, আবুল কাসেম, মুমুরদিয়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য মজিবুর রহমান, ৬নং ওয়ার্ডের সদস্য শাহাব উদ্দিন, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মহিউদ্দিন খাঁ, ছাত্রনেতা খালেদুজ্জামান পাঠান নাহিদ, সমাজসেবক মো. হানিফ প্রমুখ।

জানা যায়, চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজের কমিটি গঠনকে কেন্দ্র করে ঢাকা শিক্ষা বোর্ডে একটি অভিযোগের ভিত্তিতে গত শনিবার বোর্ডের কলেজ পরিদর্শক মো. লোকমান মুন্সী ও সেকশন অফিসার মো. আহাদ খান সরেজমিনে তদন্ত করতে প্রতিষ্ঠানে আসেন। পরিদর্শকদের উপস্থিতিতে কটিয়াদী উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আশিকুজ্জামান নজরুল, ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট রিয়াজুল ইসলাম সেবক ও কলেজ পরিচালনা কমিটির সাবেক সভাপতি অ্যাডভোকেট আলী হায়দার বাবুলের নেতৃত্বে দলবল নিয়ে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান চন্দনের লোকজনের উপর হামলা চালায়। এ ঘটনায় মুমুরদিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশিক খাঁ নিহত ও ঢাকা শিক্ষা বোর্ডের দুই কর্মকর্তা, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ অন্তত ১০ জন আহত হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত