ঢাকা রোববার, ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

চাঁদপুরে ১০ গাড়ি জব্দ

চাঁদপুরে ১০ গাড়ি জব্দ

চাঁদপুরের ফরিদগঞ্জ ও হাজীগঞ্জ উপজেলায় সড়কে চেকপোস্ট বসিয়ে ১০৭ যানবাহনে তল্লাশি, ১১ মোটরসাইকেল আরোহী এবং ৪ ট্রাক চালককে ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময় ৫ মোটরসাইকেল ও ৫ গাড়ি জব্দ করা হয়। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত উপজেলার সীমান্ত এলাকা গৃদকালিন্দিয়া এবং বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত হাজীগঞ্জ বাজারের বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান। তনি বলেন, ফরিদগঞ্জের অভিযানে ৫৫ যানবাহনে তল্লাশি করা হয়। এ সময় লাইসেন্স না থাকায় ৫ মোটরসাইকেল আরোহীর কাছ থেকে ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একইসময় ৩ গাড়ি জব্দ করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত