কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-১ কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের করা হয়েছে।
গতকাল বুধবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ হলরুমে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। প্রণোদনা হিসেবে প্রতিটি কৃষককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি স?ার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।
উপজেলার দশ ইনিয়নে ৪০০ জন কৃষকের মাঝে এ সব উপকরণ বিতরণ করা হয়। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বারের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আসিকুরজ্জান, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক প্রমুখ।