ঢাকা রোববার, ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

আসন সংকটে দুর্ভোগে রেলযাত্রীরা

আসন সংকটে দুর্ভোগে রেলযাত্রীরা

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলওয়ে স্টেশন থেকে নিয়মিত যাতায়াত করা ঈশ্বরদীগামী কমিউটার ট্রেনটিতে প্রায় ২০৮টি আসন কমেছে। রেলওয়ে কর্তৃপক্ষ ট্রেনটিতে দুটি বগি অপসারণ করলে আসনগুলো কমে যায়। ফলে আসন সঙ্কট হওয়ায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে আসন সংখ্যা না বাড়লে ঈদে ঘরমুখি মানুষের চাপে দুর্ভোগ আরও বাড়বে বলে জানিয়েছেন যাত্রীরা। এদিকে দুর্ভোগের বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করা হয়েছে বলে দাবি করেছেন রহনপুর রেলওয়ে স্টেশন মাস্টার। রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, কমিউটার ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে প্রতিদিন সকাল ৯টা ১০ মিনিটে রহনপুরের উদ্দেশে রওনা হয়। বেলা ১১টায় ট্রেনটি রহনপুর রেলওয়ে স্টেশনে পৌঁছে। দুপুর ১২টা ২০ মিনিটে রহনপুর ছেড়ে রাজশাহী পৌঁছায় দুপুর ২টায়। বিকাল ৩টায় রাজশাহী ছেড়ে রহনপুর পৌঁছে বিকাল সাড়ে ৪টায়। সবশেষ ট্রেনটি বিকাল সাড়ে ৫টায় ঈশ্বরদীর উদ্দেশ্য রওনা। গতকাল বুধবার সাপ্তাহিক ছুটি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রহনপুর রেলওয়ে স্টেশনটি অনেক পুরনো। এখান থেকে বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন রুটে যাতায়াত করে। এরমধ্যে রহনপুর-রাজশাহী-ঈশ্বরদী রুটে চলাচল করা কমিউটার ট্রেনটি বেশ জনপ্রিয়। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে পর্যায়ক্রমে এই ট্রেন থেকে দুটি বগি অপসারণ করে রেলওয়ে কর্তৃপক্ষ। ফলে ট্রেনটিতে প্রায় ২০৮টি আসন কমে যায়। ফলে শতাধিক যাত্রী ট্রেনে দাঁড়িয়ে যাতায়াত করেন। যাত্রীরা জানান, কমিউটার ট্রেনটিতে রাজশাহীসহ ঈশ্বরদী যাওয়া যায় বলে বেশ জনপ্রিয় হয়ে ওঠেছে। কিন্তু যাত্রীর চাপ অনুপাতে এই ট্রেনে আসন সংখ্যা অনেক কম। ফলে তাদেরকে গাদাগাদি করে দাঁড়িয়ে ট্রেনে যাত্রা করে গন্তব্যে পৌঁছতে হচ্ছে। এই ট্রেনে আসন বাড়ালে যাত্রীরদের দুর্ভোগ লাঘব হবে। দ্রুত সময়ের মধ্যে আসন সংখ্যা না বাড়লে ঈদের ঘরমুখো যাত্রীর চাপে দুর্ভোগ আরও বাড়বে বলে মনে করেন তারা। কমিউটার ট্রেনটির যাত্রী শরিফুল ইসলাম বলেন, এই ট্রেনে রাজশাহী যাওয়া যায়, এ জন্য যাত্রীর চাপ অনেক বেশি। কিন্তু এই ট্রেনে আসন সংখ্যা খুবই কম। প্রায় আড়াই মাস ধরে আসন সংখ্যা কমে যাওয়ায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। ট্রেনটিতে আসন সংখ্যা বৃদ্ধি হলে যাত্রীরা আরও স্বাচ্ছন্দ্যে যাত্রা করতে পারবেন। যাত্রী দুর্ভোগ প্রসঙ্গে রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক নাজমুল হুদা খান রুবেল বলেন, কমিউটার ট্রেনে বগি কমে যাওয়ায় আসন সঙ্কট দেখা দিয়েছে। ফলে যাত্রী দুর্ভোগ পোহাতে হচ্ছে। সঙ্কটটি দ্রুত সময়ের মধ্যে নিরসন করা প্রয়োজন। রহনপুর স্টেশন মাস্টার মামুনুর রশীদ জানান, গত জানুয়ারী ও ফেব্রুয়ারি মাসে পর্যায়ক্রমে বিশ্ব ইজতেমা উপলক্ষে বগি দুটি অপসারণ করা হয়। যার কারণে ২০৮টি আসন কমে যায়। যাত্রী দুর্ভোগের বিষয়টি ঊর্ধ্বতন কতৃপক্ষকে অবগত করা হয়েছে। এ বিষয়ে পশ্চিম রেলওয়ের পাকশী বিভাগের বিভাগীয় পরিবহন কর্মকর্তা হাসিনা খাতুন বলেন, কমিউটার ট্রেনের ওই বগি দুটি মেরামতের জন্য সৈয়দপুর রেলওয়ে ওয়ার্কশপে পাঠানো হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত