রাঙামাটির সাজেক ইউনিয়নে জুমের আগুনে দগ্ধ হয়ে এক জুমিয়ার মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সাজেকের কংলাকের বালুটিলায় জুমের আগুনে দগ্ধ হয় তুহিন ত্রিপুরা (৪০)। তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেয়ার পর বিকেল সাড়ে ৫টার দিকে মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন খাগড়াছড়ি সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. ঈশান দাশ। জানা যায়, গতকাল সকালে সাজেকের কংলাক পর্যটন কেন্দ্র থেকে ৪ কিলোমিটার দূরে বালুটিলা এলাকায় জুম পাহাড়ে আগুন দেয় তুহিন। এ সময় হঠাৎ করে তার শরীরে আগুন লেগে যায়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সেনাবাহিনীর সহায়তায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।